ফেসবুক ভিডিও মার্কেটিং তথা ভিডিও কনটেন্ট পোস্ট করে কিভাবে পেজের রিচ সর্বাধিক করা সম্ভব সেই বিষয়ে ফেসবুক কিছু সেরা কৌশল প্রকাশ করেছে ।
নিউজ ফিডে ভিডিও পোস্ট করে অনেক বেশী সাড়া পাওয়ার বিষয়ে বেশ কিছু কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে এই লেখায় ।
এই কোর্সটি করতে এখানে ক্লিক করুন
ফেসবুক ভিডিও মার্কেটিং করার জন্য ভিডিও পোস্ট দেওয়ার ব্যাপারে ফেসবুকের সর্বাধিক প্রয়োজনীয় চারটা সংকেত বা সিগন্যাল রয়েছে । রিচ বা ভিউ বাড়ানোর জন্য এই সংকেত খুবই গুরুত্বপূর্ণ ।
আরও পড়ুন : ফেসবুক বুস্টিং : আপনিও এখন সহজে করতে পারবেন !
How To Grow Your Local Business With Facebook
ফেসবুক ভিডিও মার্কেটিংয় এর মূল –
- অরিজিনালিটি বা স্বকীয়তা
- ভিডিও এর গুনগত বৈশিষ্ট্য এবং তা দেখার পরিমাণ।
- আনুগত্য এবং অভিপ্রায়
- তৎপরতা
রিচ বাড়ানোর জন্য ফেসবুক ভিডিও মার্কেটিং ব্যাপারে কিছু পরামর্শ যা উপরে বলা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরন নিচে দেওয়া হইলঃ –
এই কোর্সটি করতে এখানে ক্লিক করুন
অরিজিনালিটি বা স্বকীয়তা
ফেসবুক আসল বা অরিজিনাল যেটাকে বলা যায় স্বকীয় বৈশিষ্ট্য বিদ্যমান এমন ভিডিও কে প্রাধান্য বেশি দিয়ে থাকে কেননা এর মাধ্যমে ভিডিও তৈরি করতে যে পরিশ্রম হয় নির্মাতাদের তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
সবচেয়ে ভাল উপায় হল ভিডিও গুলি কে গুনগত মান সম্পন্ন করে নির্মাণ করা যাতে পেজের অরিজিনালিটি বা স্বকীয়তা বেড়ে যায় বহুগুণ।
AliExpress.com Product – LIGE 2020 New Steel Smart Watch Men Smart Watch Sport For iPhone Heart Rate Blood Pressure Fitness tracker Creative Smartwatchযদি আপনি নিজে ভিডিও গুলি নির্মাণ না করেন তাহলে ফেসবুক বা অন্য কোথাও থেকে নেওয়া ভিডিও পোস্ট করা থেকে বিরত থাকায় উত্তম।
Social Media Marketing Courses
আরও পড়ুন : ডেটা ড্রিভেন মার্কেটিং কি
ভিডিও এর গুনগত বৈশিষ্ট্য এবং তা দেখার পরিমাণ
ফেসবুকের ভিডিও দেওয়া সাধারণত জনসাধারণের দেখা এবং ভিডিও এর গুনগত বৈশিষ্ট্য এর মাধ্যমে প্রভাবিত হয়ে থাকে।
যেমন: শক্তিশালী বিতরণ সংকেত বা সিগন্যাল দর্শক বা ভিউয়ারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিন মিনিটের একটা গুনগত মান সম্পন্ন ভিডিওই যথেষ্ট ।
ফ্রীলান্সিং করে আয় করতে : ক্লিক করুন
Facebook Ads & Facebook Marketing MASTERY 2020 | Coursenvy ®
একটি শক্তিশালী সিগন্যাল বা সংকেত তখনই বোঝা যায় যখন দর্শক বা ভিউয়ার ঐ ভিডিওটি শেয়ার করেন অথবা কমেন্ট বক্স-এ তাদের মত প্রকাশ করেন।
ফেসবুকের ভাষ্যমতে একটি ভাল মানের ভিডিও ( তিন মিনিট বা তার বেশি সময়ের হয়) দর্শক বা ভিউয়ারের মধ্যে উৎসাহ তৈরি করে দেয় ভিডিও টি শেষ পর্যন্ত দেখার জন্য। কার্যকরী ফলাফলের জন্য ফেসবুক ভিডিও মার্কেটিং শুরু করার আগে কিছু পরিসংখ্যান জেনে রাখা ভাল ।
যদি স্লাইড শো ভিডিও বা ক্লিকবেইট ভিডিও বেশি বেশি দেখানো হয় তাহলে পেজগুলি ভিডিও অপসারণের মত বিষয়ের সম্মুখীন হতে পারে।
আরও পড়ুন : কিভাবে ফেসবুক মেসেঞ্জার রুম ব্যবহার করবেন
Social Media Management – The Complete 2019 Manager Bootcamp
আনুগত্য এবং অভিপ্রায়
যখন বার বার জনসাধারণ ঐ ভিডিও টি দেখতে থাকে তখনই একটি শক্তিশালী সিগন্যাল বিতরণ শুরু হয়। এমনকি জনসাধারণ যদি কোনও পেজের কনটেন্টের জন্য সার্চ করে তখনও একটি শক্তিশালী সিগন্যাল ছড়িয়ে পড়ে।
পেজগুলি ফেসবুক সার্চ এবং বোনাস কনটেন্ট (যেমন লাইভ ভিডিও, ছবিসমূহ বা কোনও লেখা) দেওয়ার মাধ্যমে সবচেয়ে বেশি সাড়া পেলে তারা এই ভিডিও গুলি নির্মাণ শুরু করে। তাই ফেসবুক ভিডিও নিয়ে কাজ করতে রিলেটেড বিষয়ে দৃষ্টি রাখা খুব জরুরি ।
Social Media Marketing – Content Marketing Masterclass 2020
এই কোর্সটি করতে এখানে ক্লিক করুন
তৎপরতা বা এন্গেজমেন্ট
ফেসবুক একজন থেকে আরেকজনকে বা একবন্ধু থেকে আরেক বন্ধুকে দেওয়া বা শেয়ার করাকে বেশি প্রাধান্য দেয়।
যেহেতু শেয়ারিং ফেসবুকের সবচেয়ে শক্তিশালী বিতরণ সিগন্যাল বা ছড়িয়ে দেওয়ার শক্তিশালী মাধ্যম, এতে লোকজন এই ভিডিওগুলো তাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে নিতে পারবে।
অবশ্যই লাইক এবং রিয়্যাকশনও প্রয়োজন কিন্তু তা যদি সাধারণ ভাবে অর্গানিক ভাবে আসে এবং অন্য কোনও এনগেজমেন্ট বেইট হিসাবে না আসে।
> ফেসবুক ভিডিও মার্কেটিং সম্পর্কে আপনার আরও জানার কিছু থাকে তাহলে আমাদের মেইল করতে পারেনঃ [email protected] এই ঠিকানায় । ধন্যবাদ । <
লেখক পরিচিতি :
Digital Marketing Expert । SEO Expert | Digital Marketing Trainer |
PPC Expert | Social Media Specialist | Consultant