আজকের আমরা আপনাদের সাথে ফ্রীলান্সিং মার্কেটপ্লেসের একটি অতি জন প্রিয় মার্কেটপ্লেস ফাইবার সম্পর্কে আলোচনা করবো। আমাদের আজকের আলোচনায় আমরা ফাইবার কি এবং ফাইবার থেকে কিভাবে ইনকাম করার সম্ভাবনা গুলো নিয়ে কথা বলবো।
ফাইবার কি ?
আমরা যার ফ্রীলান্সিং মার্কেটপ্লেস নিয়ে কাজ করি তারা সবাই কম বেশি ফাইবারে কাজ করেছি। সেই সুবাধে ফাইবার সম্পর্কে আমাদের কিছুটা আইডিয়া আছে। ফাইবার হচ্ছে একটি ফ্রীলান্সিং মার্কেটপ্লেস যেখানে ফ্রীলান্সাররা তাদের ক্যারিয়ার শুরুর দিকের ক্লায়েন্টদের সাথে কানেক্ট হতে পারে।
২০১০ সাল থেকে ২০২২ সালের ফাইবারের জার্নিটা খুব একটা সহজ ছিল না। তবে যতই দিন যাচ্ছে ফাইবার তাদের ফ্রীল্যান্সারদের এবং ক্লাইন্টদের সুবিধার জন্য অনেক আপডেটস করে আজকের এই অবস্থানে পৌঁছেছে।
নতুন ফ্রীল্যান্সারদের জন্য ফাইবার একটি খুবই আস্থার নাম। কারণ ফ্রীল্যান্সিং সেক্টরে যারাই তাদের ক্যারিয়ার গর্তে চায় অধিকাংশই তাদের প্রথম কাজ ফাইবার থেকে পেয়ে থাকে। অন্য দিকে ফাইবারের ট্রার্মস এন্ড কন্ডিশন অন্যান্য মার্কেটপ্লেস এর তুলনায় কিছুটা ইজি হওয়ায় ফ্রীল্যান্সাররা ফাইবারেই কাজ করতে বেশি সাচ্ছন্দ বোধ করে থাকে।
ফাইবারে কি কি ধরণের কাজ পাওয়া যায় ?
নতুন ফ্রীল্যান্সাররা ফাইবারে কাজের খোঁজে বিভিন্ন বিষয়ের উপর স্কিল গেদার করে থাকে। আপনি যে বিষয়ের উপরই এক্সপার্ট হন না কেন ফাইবারে সব ধরণের কাজের জন্য আপনি কাজ পেয়ে যাবেন। তবে ফাইবারে যে কাজ গুলো বেশি পাওয়া যায় সে গুলো হলো :
লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন, আর্টিকেল রাইটিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, এন্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজেশন , গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট তৈরি ইত্যাদি।
এবার আসি আপনি ফাইবারে কি ভাবে স্কিল সেল করে ইনকাম করতে পারবেন। ফাইবার থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে একটি বিষয়ের উপর স্কীলড হওয়াটা খুবই জরুরি। তারপর fiverr.com এ একটি একাউন্ট বা প্রোফাইল তৈরী করতে হবে এবং প্রফাইলটি সুন্দর ভাবে সাজাতে হবে। প্রোফাইল তৈরির পর আসবে ক্লাইন্ট খুজার কাজ। যার জন্য ফাইবারে গিগ তৈরী করতে হয়। ক্লাইন্টরা আপনার গিগের মাধ্যমে আপনাকে কাজের অর্ডার করবে।
তাই অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার তৈরী করা গিগটি যাতে খুবই প্রফেশনাল হয়, যাতে ক্লায়েন্ট আপনার গিগটি দেখে আপনাকে কাজ দিতে বাধ্য হয়। ধারাবাহিক ভাবে কাজ করতে থাকুন স্কিল বিল্ড করতে থাকুন, এবং ইনকাম করুন ফাইবার থেকে।
আজকের পর্বে আমরা আপনাদের সাথে ফাইবার নিয়ে আলোচনা করলাম। ফাইবার নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান।
আপনার জন্য আরো: