করোনা ভাইরাস এর কারণে বিশ্ব অর্থনীতি যখন হুমকির মুখে ঠিক তখনি গুগল (গুগল) ঘোষণা করলো $৮০০ মিলিয়ন ডলার অনুদান যা বাংলাদেশী টাকায় ৭০০০ কোটি টাকা।
সিইও : সুন্দর পিচাই
করোনা ভাইরাস যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে , বিশ্ব স্বাস্থ , অর্থনীতি ভঙ্গুর অবস্থায় তখনি গুগল সাহায্যের হাত বাড়িয়ে দিলো। এই সাহায্য পাবে , বিশ্ব স্বাস্থ্য সংস্থা , ক্ষুদ্র -মাঝারি ব্যবসায়ী আরও অনেকে।
আকর্ষণীয় এই কোর্সটি করতে এখানে ক্লিক করুন
কোয়ারেন্টাইন টাইম কিভাবে কাজে লাগাবেন ??
গুগল এর এই সাহায্য যারা পাবে :
**$২৫০ মিলিয়ন দলের পাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্য স্বাস্থ্য সংস্থা , যাতে তারা করোনা ভাইরাস প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আরও বেশি কাজ করতে পারেন।
$২০০ মিলিয়ন দলের পাবে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী , ফিনান্সিয়াল ইনস্টিটিউট এবং এনজিও গুলো।
** $৩৪০ মিলিয়ন পাবে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যারা ইতিমধ্যে গুগল এড একাউন্ট ব্যবহার করেছেন তারা যেন বর্তমান ক্ষতি পুষিয়ে নিতে পারেন পুরো ২০২০ সাল পর্যন্ত।
$২০ মিলিয়ন দলের পাবেন একাডেমিক ইনস্টিটিউট ও রিসার্চ ফার্ম গুলো যেন তারা করোনা ভাইরাস ভ্যাকসিন তৈরির কাজ করতে পারেন।
গুগল করোনা ভাইরাস প্রতিরোধে আরও সাহায্য করছে ডাক্তারদের মেডিকেল ইকুইপমেন্ট তৈরী করতেঃ
বিগত ২ সপ্তাহে আমরা দেখেছি ফেসবুক , লিঙ্কডইন , টুইটার , টিক টক এরাও করোনা ভাইরাস প্রতিরোধে অনুদান দিয়েছে।
আসলে এই মুহূর্তে এটাই দরকার যাদের সাহায্য করার মত ক্ষমতা আছে এরা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমাদের দেশে বড় বড় কোম্পানি যারা আছেন আশা রাখি সবাই এই সময় এগিয়ে আসবে।
সূত্র : Socialmediatoday