ফ্রীল্যান্সিং নিয়ে আমাদের ধারাবাহিক পর্বের আজকে সপ্তম পর্ব।  আগের পর্ব গুলোতে আমরা বিভিন্ন ধরণের ফ্রীলান্সিং মার্কেটপ্লেস নিয়ে আলোচনা করেছি।  তারই ধারাবাহিনীকতায় আজকেও আমরা আরো কিছু ফ্রীলান্সিং মার্কেটপ্লেস নিয়ে আলোচনা করবো। আজকে আরো জানবো LinkedIn একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কিনা সে বিষয়ে।

কোর্সটি করতে এখানে ক্লিক করুন

চলুন দুইটি ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে জেনে নেই

Designhill:

Designhill নামটা শুনেই আপনারা বুঝতে পারছে যে এই মার্কেটপ্লেসে আপনি কি ধরণের সার্ভিস সেল করতে পারবেন।  হ্যা বন্ধুরা,  Designhill হচ্ছে একটি ডিজাইন কনটেস্ট মার্কেট প্লেস। Designhill একজন গ্রাফিকস ডিজাইনার এর জন্য দারুন একটি মার্কেটপ্লেস।

এই মার্কেটপ্লেসে বেশিরভাগ সময়ই লোগো ডিজাইনের কনটেস্ট হয়ে থাকে, তার পাশাপাশি গ্রাফিক্স ডিসাইন থেকে শুরু করে ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন এর কনটেস্ট ও হয়ে থাকে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনার ক্যারিয়ার গড়তে চান এবং কাজ শিখতে চান তাহলে এই মার্কেট প্লেস টি আপনার জন্য।

Designhill এর মাধ্যমে আপনি যেমন কাজ শিখতে পারবেন ঠিক তেমন ভালো একটি এমাউন্ট ও ইনকাম করে নিতে পারবেন। একজন নতুন ফ্রীলান্সার হিসাবে আপনি গ্রাফিক্স ডিজাইনের জন্য Designhill মার্কেটপ্লেসে একাউন্ট করে নিতে পারেন, কারণ এই মার্কেটপ্লেসে অন্য সব মার্কেটপ্লেস এর মতো ওতটা কম্পিটিশন নেই। 

তাই ২০১৪ সাল থেকে Designhill হাজার হাজার নতুন ফ্রীলান্সারদের কাছে একটি আস্থার নাম হয়ে আছে।  Designhill থেকে আপনি PayPal & Payoneer এর মাধ্যমে আপনার ইনকাম করা অর্থ withdraw  করতে পারবেন। 

LinkedIn : 

LinkedIn একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস

 আপনারা সবাই হয়তো জানেন যে LinkedIn হচ্ছে একটি নেটওয়ার্কিং মিডিয়া।  LinkedIn এর মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ কর্ম কর্তাদের সাথে যুক্ত থাকতে পারবেন যা হয়তো অন্য সহোব সোশ্যাল মিডিয়াতে  এত সহজে সম্ভব নয়।  এটা খুবই আনন্দের বিষয় যে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে LinkedIn ফ্রীলান্সিং মার্কেটপ্লেসে যুক্ত হয়েছে। 

LinkedIn এবং Maicrosoft যৌথ ভাবে এই পদক্ষেপটি নিয়েছে যাতে করে ফ্রীলান্সাররা LinkedIn এর মাধমেও তাদের সার্ভিস গুলো প্রোভাইড করতে পারে এবং ক্লাইন্টরা ও সহজে তাদের সার্ভিস পেয়ে যায়। এতে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন সার্ভিস, কনটেন্ট মার্কেটিং সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন ধরণের সার্ভিস ক্লাইন্টদের কাছে সেল করতে পারবেন। LinkedIn মার্কেটপ্লেস থেকে আপনি Paypal এর মাধ্যমে খুব সহজেই আপনার  ইনকাম Withdraw  করে নিতে পারবেন।

তাহলে আর দেরি কেন ? এখনই LinkedIn এ আপনার একাউন্ট করে নিন এবং LinkedIn মার্কেটপ্লেসে কাজ শুরু করে দিন।  

আপনার জন্য আরো :

Dribbble কি ধরণের মার্কেটপ্লেস

Hubstaff Talent মার্কেটপ্লেস এ কি কি ধরনের কাজ পাওয়া যায়

Sharing Is Caring

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to Top