আমরা সবাই জানি ফেসবুক বর্তমান বিশ্বে এক নাম্বার সোশ্যাল সাইট , যেখানে আপনি ২.৬ বিলিয়ন পোটেনশিয়াল কাস্টমার পাবেন। 

ফেসবুক এ আপনি আপনার ইচ্ছামত ছবি ,ভিডিও ইত্যাদি পোস্ট করতে পারেন।  এখানে আপনি ২.৬ বিলিয়ন পোটেনশিয়াল কাস্টমার পাবেন এসবই জানা কথা কিন্তু যে ব্যাপার গুলো আপনি জানেন না তা হলো :

আকর্ষণীয় এই কোর্সটি করতে এখানে ক্লিক করুন

কিভাবে সহজ ৭ টি ধাপে ফেসবুক পেজ বানাবেন

Social Media Marketing Courses

ফেসবুকের যে ২৫ টি ব্যাপার আপনাকে চমকে দিবে :

১. মার্ক জুকারবার্গ প্রথম যে সাইট টি বানাতে চেয়েছিলেন তার নাম ছিল Facemash . প্রথমত তার আইডিয়া ছিল এমন একটি সাইট বানাবেন যেটা দিয়ে মানুষের ফেস কম্পেয়ার করা যাবে।  মূল উদ্দেশ্য ছিল কে কার চেয়ে বেশি হট সেটা বুঝা।  কিন্তু খুব শিগ্রই  এটা বন্ধ হয়ে গিয়েছিলো। 

Facebook Ads & Facebook Marketing MASTERY 2020 | Coursenvy ®

AliExpress.com Product – smartwatch 2021 HW22 Smart Watch 1.75inch custom dial Bluetooth call 44mm reloj Watches PK iwo 12 pro w46 w26 hw12 hw16 W34 AK76

২. তারপর জুকারবার্গ  বানাতে চেয়েছিলেন একটি স্টুডেন্ট ডিরেক্টরি  তার নাম দিয়েছিলেন “THE FACEBOOK “. এটা বানানোর মূল উদেশ্য ছিল যেন হাভার্ড স্টুডেন্ট রা একটি সোশ্যাল নেটওয়ার্ক  এর মাধ্যমে সব কিছু জানতে পারবে।  কিন্তু মাত্র ১৩ জন জয়েন করার পর সেটিও বন্ধ হয়ে গেলো। 

Social Media Management – The Complete 2019 Manager Bootcamp

৩. ফেসবুক শুরুর বছর গুলি অনেক কঠিন ছিল

ফেসবুক তৈরির পর থেকে জুকারবার্গ কে অনেক মামলা মোকদ্দমার মধ্যে দিয়ে যেতে হয়েছে। 

হাভার্ডের তিন জন স্টুডেন্ট তাদের আইডিয়া জুকারবার্গ  চুরি করেছে বলে মামলা করে দিলো।  সে মামলা  চলে দীর্ঘ ৪ বছর আর যার বিনিময় হিসেবে জুকারবার্গ কে গুনতে হয়েছিল $৬৫ মিলিয়ন।

ফেসবুক বুস্টিং : আপনিও এখন সহজে করতে পারবেন !

Social Media Marketing – Content Marketing Masterclass 2020

৪. ফেসবুক পৃথিবীর  ৩ নাম্বার জনপ্রিয় সাইট যার  আগে রয়েছে গুগল এবং ইউটিউব। 

৫. ৭১% আমেরিকান ফেসবুক ব্যবহার করে। যার তুলনায় ইন্সট্রাগাম ব্যবহার করে ৩৮% আর টুইটার ব্যবহার করে মাত্র ২৩% .

৬. পুরুষদের তুলনায় মহিলারা বেশি ফেসবুক ব্যবহার করেন।  একটি সমীক্ষায় দেখা গেছে ৭৫% মহিলাদের বিপরীতে পুরুষ ফেসবুক ব্যবহার করেন মাত্র ৬৩% .

কোর্সটি করতে এখানে ক্লিক করুন

৭. এখন পর্যন্ত ফেসবুক এ প্রায় ২৫০ বিলিয়ন ছবি আপলোড হয়েছে , তার মানে প্রতিদিন প্রায় ৩৫০ মিলিয়ন ছবি আপলোড হয়। 

The Complete Facebook Ads Course – Beginner to Advanced

৮. ছোটদের তুলনায় বয়স্কদের ফেসবুকের প্রতি ইন্টারেস্ট বাড়ছে।  ২০১৫ সালে টিন  এজার ফেসবুক ব্যবহার করি ছিল ৭১ % যা বর্তমানে ৫১% এ নেমে এসেছে।

ফেসবুক বুস্ট VS ক্যাম্পেইন : তুলনামূলক আলোচনা

৯. ফেসবুক শহরের চেয়ে গ্রামে বেশি জনপ্রিয়

১০. বেশির ভাগ ফেসবুক ব্যবহার কারীরা আমেরিকার বাইরে থাকেন

bsocialtoday

১১. এশিয়াতে ৩৮ % মানুষ ফেসবুক এ একটিভ থাকে

facebook facts

১২. অর্ধেক ফেসবুক ব্যবহার কারীরা ইংরেজি জানেনা

১৩. ৯৮% ভাগ মানুষ মোবাইল এ ফেসবুক ব্যবহার করেন

১৪. ফেসবুক ব্যবহার কারীদের মধ্যে ৩৫ % ভাগ কনসারভেটিব ৩৪% লিবারেল আর ২৯% ভাগ মডারেট। 

10 Facebook Ads Strategies That Make Me 6-Figures

১৫. বেশির ভাগ মানুষ ফেসবুক এ একটিভ থাকে সকাল ৮ টা থেকে রাত ১০ তা পর্যন্ত। 

১৬. ৮৮% মানুষ ফেসবুক ব্যবহার করে শুধু ফ্রেন্ডস এন্ড ফেমিলির সাথে যোগাযোগ রাখার জন্য

facebook facts

১৭. ৩/৪ ভাগ মানুষ প্রায় প্রতিদিন ফেসবুক দেখে , এর মধ্যে ৫১% প্রতিদিন একবারের বেশি দেখে। 

The Ultimate Facebook Ads and Facebook Marketing Guide 2020

১৮. প্রতিদিন গড়ে   মানুষ ৫৮ মিনিট ফেসবুক এ ব্যয় করে। 

১৯. মার্কেটারদের জন্য ফেসবুক সবচেয়ে বেশি জনপ্রিয়। 

২০. ফেসবুক ব্যবহার কারীরা তাদের পছন্দের ব্র্যান্ড ফলো করে অফারের জন্য। 

২১. কেউ আপনাকে ফ্রেন্ডলিস্ট থেকে ব্যাড দিয়ে দিলে আপনি খুব সহজেই তা বের করতে পারবেন। 

২২. আপনি পরে দেখার জন্য ফেসবুক পোস্ট সেভ করে রাখতে পারবেন। 

10 Influencer Marketing Strategies That Make Me 6-Figures

২৩. আপনি চাইলে আপনি ফেসবুক এ যাযা করেছেন সব ডাউনলোড করে রাখতে পারবেন। 

২৪. আপনি চাইলে ফেসবুক নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারবেন

২৫. আপনি ফেসবুক এ কত সময় ব্যয় করেছেন তা চাইলে খুব সহজেই বের করতে পারবেন।

আরও পড়ুন :

ফ্রিতে ৬ মাসে কিভাবে ডিজিটাল মার্কেটিং কোর্স করবেন

চাকরি কিংবা ব্যবসার বাইরে অনলাইনে আয়ের উপায় সমূহ !

কীভাবে ব্লগ থেকে আয় করবেন ?

ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার আগে যে ১৩ টি OBJECTIVE (উদ্দেশ্য) আপনার অবশ্যই জানা উচিত !

যেভাবে নিজেই নিজের ওয়েবসাইট ইন্সটল করবেন !

Sharing Is Caring

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to Top