আপনারা নিশ্চয়ই অনলাইন ইনকাম রিলেটেড আমাদের আগের আর্টিকেল গুলো পড়েছেন । যদি না পরে থাকেন তাহাকে এই আর্টিকেলের নিচে দেখুন।
পূর্বের ন্যায় আজকে ও আমরা একটিভ ইনকামেরর আরো কিছু নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করবো।
এই কোর্সটি করতে এখানে ক্লিক করুন
আজকের আলোচনার বিষয় বস্তু
Sell School Notes:
বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির যুগ। তাই শিক্ষার্থীরাও তাদের পড়ালিখা ইন্টারনেট এর মধ্যে নিয়ে এসেছে। বর্তমানে অনেক শিক্ষার্থী জন্য হোম টিউটর এর খুব একটা প্রয়োজন হয় না কারণ পড়ালিখার অনেক জটিল জটিল সমস্যার সমাধান নিমিষেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে। ধরুন আপনি গণিতের সমস্যা খুব সহজ পদ্ধতিতে সমাধান করতে পারেন।
তাহলে আপনি আপনি বিভিন্ন ক্লাস ভিত্তিক গণিতের সমস্যা গুলোর সমাধান নিয়ে ভিডিও করে তা লার্নিং ওয়েবসাইট গুলুতে সেল করতে পারেন। এছাড়া ও আপনি ইউটুবে চ্যানেলে এই ভিডিও গুলো দিয়ে ও ইনকাম করে নিতে পারেন।
Buy and Flip Websites:
এই ধরণের ইনকামের জন্য আপনাকে ওয়েব ডেভলোপমেন্ট এর ব্যাপারে ভালোই আইডিয়া থাকতে হবে। আপনি একটি পুরাতন ওয়েবসাইট কিনুন যার ভিজিটর কম, আর্টিকেল কম বা স্পেসিফিক কোনো নিশ নেই। তারপর সেই ওয়েবসাইট টিকে ডেভেলপ করুন। তারপর ওয়েবসাইট টি সেল করে দিন।
এই বিজনেসটি বর্তমানে দেশে বিদেশে ভালোই সারা ফেলেছে। যদিও ওয়েবসাইট ক্রয় করা থেকে শুরু করে সেটি ডেভেলপ করে সেল করা পর্যন্ত প্রসেসটি একটু সময় সাপেক্ষ তবে এইখান থেকে আপনি ভালো একটি ইনকাম নিয়ে আসতে পারবেন।
Become a Travel Consultant:
ট্রাভেল কন্সাল্ট্যান্ট হওয়ার জন্য আপনাকে বিভিন্ন টুরিস্ট প্লেস সম্পর্কে ধারণা থাকতে হবে। সেখানকার আবহাওয়া, যাতায়াত ব্যবস্থা, আবাসন ব্যবস্থা, ইত্যাদি সম্পর্কে আপনার ধারণা থাকা খুবই জরুরি। যদি আপনার এমন ধারণা থেকে থাকে তাহলে এখনই শুরু করে দিন ট্রাভেল কন্সাল্টেন্ট।
আপনি ওয়েবসাইটে ব্লোগ্গিং করার মাধ্যমে আপনার অডিয়েন্সদের ট্রাভেল বিষয়ক জ্ঞান দিতে পারেন। অথবা ইউটুবে চ্যানেলে ভিডিও আপলোড করে ও আপনার অডিয়েন্সদের ট্রাভেল সম্বন্ধে জ্ঞান দিতে পারেন। আপনার কন্টেন্টে আগ্রহী হয়ে আপনার ব্লোগ্গিং প্লাটফর্মে যখন ট্রাফিক বেড়ে যাবে তখন আপনার সাইটে এড শো করে ও আপনি একটি একটিভ ইনকাম করে নিতে পারেন।
আজকের পর্বে আমরা জেনে নিলাম আরও তিনটি একটিভ ইনকামের উপায় সম্পর্কে। খুব শিগ্রই আমরা আরো কিছু একটিভ ইনকাম নিয়ে আলোচনা করবো। এই আর্টিকেল রিলেটেড ভিডিও দেখতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে।
অনলাইন ইনকাম নিয়ে আমাদের পর্ব সমূহ
পর্ব ১: একটিভ এবং প্যাসিভ ইনকাম কি ?
পর্ব ২: একটিভ ইনকাম নিয়ে আলোচনা, Translation Work – Sell Your Clothes Online