ফ্রিল্যান্সাররা যেভাবে আরও লিড তৈরি করতে লিঙ্কডইন সার্ভিস পেজ ব্যবহার করে :

যেহেতু ভ্যাকসিনের রোলআউট অব্যাহত রয়েছে, এবং আরও বেশি মানুষ কোভিড-পরবর্তী ভবিষ্যতের দিকে তাকাচ্ছেন, লিঙ্কডইন প্রফেশনালসদের  পরবর্তী সুযোগের কথা বিবেচনা করে এবং ব্যবসায়ীরা তাদের পরিকল্পনা বাস্তবায়নের  জন্য বিশেষজ্ঞের সাহায্য চায়।

প্রকৃতপক্ষে, লিংকডইন এখন 774 মিলিয়ন সদস্য পর্যন্ত, প্রতি সেকেন্ডে আরও তিনজন ব্যক্তি প্ল্যাটফর্মে সাইন আপ করছেন, আর  এই সুযোগটি কাজে লাগিয়ে  টানা পাঁচ প্রান্তিকে ‘লিঙ্কডিনের এনগেজমেন্ট রেকর্ড লেভেল এ পৌঁছেছে।

উপরে কোর্সটি কিনতে ক্লিক করুন

লিঙ্কডিনে সার্ভিস পেজটা এমনভাবে করা হয়েছে যাতে ফ্রিল্যান্সাররা খুব সহজেই এখান থেকে সুযোগ  সুবিধা গ্রহণ করতে পারে, মূলত ফ্রিল্যান্সার এবং ব্যবসায়ীদের মধ্যে সংযোগ ঘটাতে এটি করা হয়েছে। 

এখানে লিঙ্কডিন নতুন কিছু টুলস যোগ করেছে যা এই প্লাটফর্মে আপনার পারফরমেন্স বাড়াতে সাহায্য করবে। 

ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার 

লিঙ্কডইন 2019 সালে ফ্রিল্যান্সার প্রোফাইলে তালিকাটি  যুক্ত করেছে, কিন্তু এটি সম্প্রতি এর ডিসপ্লে অপশনগুলিকে আরও পরিমার্জিত করেছে যাতে এটি আরও বেশি আকর্ষণীয় মনে হয় ।

উদাহরণ হিসেবে এই প্রোফাইলটি দেখতে পারেন :

উপরের পেজ এ আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার স্কীল গুলোকে ফোকাস করার অপশন আছে এবং ক্লাইন্ট চাইলে আপনার প্রোফাইল রিভিউ দিতে পারবে।

আপনার সার্ভিস গুলো সুন্দরভাবে উপস্থাপন করার ব্যবস্থা  আছে যাতে আপনি আপনার পোটেনশিয়াল ক্লাইন্টের কাছে পৌঁছাতে পারেন তাও বিনামূল্যে।

সার্ভিস পেজ :

এর মাধ্যমে আপনার লিঙ্কডিন মেম্বারদের সাথে কানেক্ট হতে পারবেন যারা আপনার সার্ভিস খুঁজছে

পোটেনশিয়াল ক্লাইন্টরা আপনার সাথে যোগাযোগ করতে পারবে তারা আপনার মেম্বার লিস্ট এ না থাকলেও এবং তা সম্পূর্ণ বিনামূল্যে।

ব্যবসায়ীরা চাইলে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে

আপনি লিঙ্কডিনে আপনার কাজের ধরন অনুযায়ী কাজ সার্চ করতে পারবেন

আপনার সার্ভিসকে প্রচার করার জন্য কিছু টিপস :

নূন্যতম ১০ টি সার্ভিস উল্লেখ করুন

এবাউট সেকশান এ আপনার পরিচয় ভালোভাবে দিন যেন আপনার কাজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়।

আপনার লোকেশন দিন অথবা আপনি যদি রিমোটলি কাজ করতে চান তাহলে অপশনটি ওপেন করে রাখুন

লিঙ্কডিন সার্ভিস পেজটি করা হয়ে গেলে আপনার প্রোফাইল এ পোস্ট শেয়ার করুন।

এই কোর্সটি করতে এখানে ক্লিক করুন

আগেই বলা হয়েছে লিঙ্কডিন সার্ভিস পেজ এ কাস্টমার রিভিউ দেয়ার অপশনটি চালু হয়েছে , আপনার যেকোন কাস্টমার রিভিউ দিতে পারবে এছাড়া আপনি চাইলে আপনার আগের  কাস্টমারকেও রিভিউ দেয়ার জন্য ইনভাইট করতে পারবেন।





আগেই বলা হয়েছে লিঙ্কডিন সার্ভিস পেজ এ কাস্টমার রিভিউ দেয়ার অপশনটি চালু হয়েছে , আপনার যেকোন কাস্টমার রিভিউ দিতে পারবে এছাড়া আপনি চাইলে আপনার আগের  কাস্টমারকেও রিভিউ দেয়ার জন্য ইনভাইট করতে পারবেন।

এছাড়া লিঙ্কডিন সম্প্রতি ভিডিও কনভারসেশন চালু করেছে আর লিঙ্কডিন সবসময়ই চেষ্টা করে নতুন নতুন ফিচার এড করতে। 

পরিশেষে বলতে চাই আপনি যদি আপনার স্কিলগুলো সবার কাছে তুলে ধরতে চান তাহলে এখনই তৈরী করে ফেলুন লিঙ্কডিন সার্ভিস পেজ।

Sharing Is Caring

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to Top