সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) কি ??
SEO মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা যখন গুগলে কোন কিছু সার্চ করি তখন কোন একটি টপিকের জন্য লক্ষ লক্ষ পেজ আসে কিন্তু প্রথম পেজে আসে মাত্র ১০ টি ওয়েবসাইট। স্বভাব জাত কারণে আমরা সাধারনত প্রথম পেজে যেসব সাইট আছে সেগুলোই ক্লিক করি।
এখন প্রশ্ন হল এই ওয়েবসাইট গুলো প্রথম পেজে কেন আসে, অন্যরা কেন আসেনা ???
কারণ এই কন্টেন্ট গুলোর মান গুগলের চোখে ভাল এবং ভিজিটর (যারা এই টপিক সার্চ করে ) তারা এই ওয়েবসাইট অথবা কন্টেন্ট অন্যদের চেয়ে বেশি পছন্দ করেছে।
কেন SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) করবেন ???
আমরা সাধারনত নানান ভাবে ওয়েবসাইটে ভিজিটর আনার চেষ্টা করি, যেমন ধরুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি, বিভিন্ন এডভার্টাইজিং মাধ্যমের সাহায্যে কিন্তু এখনো সিংহভাগ ট্রাফিক আসে সার্চ ইঞ্জিন থেকে ।
এখনই ফ্রীল্যান্সিং শুরু করুন : এখানে ক্লিক করুন
আমেরিকায় এখনো মাত্র ২-৩% মানুষ পেইড বিজ্ঞাপন ক্লিক করে বাকিরা এখনো সার্চ করার পর প্রথম পেজে যারা আসে সেসব কন্টেন্টে ক্লিক করে থাকে ।
AliExpress.com Product – In stock Global Amazfit Verge Lite Smartwatch IP68 Smart Watch GPS GLONASS Long Battery Life AMOLED Display for Android iOSSEO একমাত্র অনলাইন মার্কেটিং চ্যানেল যা আপনি একবার সঠিক ভাবে সেট করে দিলে আপনাকে আজীবন ফল দিয়ে যাবে , যা থেকে আপনার সারাজীবনের বিজ্ঞাপন খরচ বেঁচে যাবে।
নিজে করবেন নাকি এজেন্সির সাহায্য নিবেন ????
যদি আপনি নিজে করতে পারেন তাহলে খুবই ভালো কিন্তু যদি আপনার সে অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাকে এক্সপার্টের সাহায্য নিতে হবে। একটি বিষয় খেয়াল রাখতে হবে যেন সেই এজেন্সির পূর্ব অভিজ্ঞতা ভালো হয়। তবে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) সম্পর্কে নিজের ধারণা থাকা বাঞ্চনীয় কারণ তাহলে এজেন্সির কাজ বুঝে নিতে সুবিধা হবে।
সার্চ ইঞ্জিন সমূহ :
সাধারণত সার্চ ইঞ্জিন নাম শুনলেই আমাদের মাথায় আসে গুগলের কথা , তবে এছাড়াও ইয়াহু,বিং,বাইডু,পিপীলিকা (একমাত্র বাংলা সার্চ ইঞ্জিন) নামের আরও কিছু আছে। কিন্তু এদের মধ্যে গুগল, ইয়াহু জনপ্রিয় এবং বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহার করা হয়ে থাকে ।
আপনার ওয়েবসাইট অথবা কন্টেন্ট তৈরি করার আগে মনে রাখবেন ??
- গ্রাহকের কথা মাথায় রেখে কন্টেন্ট তৈরি করবেন
- গ্রাহকের সাথে প্রতারণা করা যাবে না
- ব্ল্যাক ট্রিক ব্যবহার করা যাবে না
- লক্ষ্য রাখুন, আপনার কন্টেন্ট আসলে গ্রাহকের কাজে লাগবে কি না
- আপনার সাইটটি ইউনিক কিনা অথবা কাস্টমারকে এনগেজ করবে কিনা
যে বিষয় গুলো একদম এড়িয়ে যাবেন !!!
- অটোমেটিক জেনারেটেড কন্টেন্ট
- গুগলের চোখে সন্দেহাতীত কোন লিংক দিবেন না
- ডুপ্লিকেট কন্টেন্ট
- ক্ল্যাকিং করবেন না মানে কোন কন্টেন্ট সার্চ ইঞ্জিনে এক রকম আর ভিজিটরের কাছে অন্য রকম
- কোন প্রকার হিডেন লিংক দেয়া থেকে বিরত থাকুন
বিস্তারিত দেখুন ভিডিওতে :
লেখক পরিচিতি :
Digital Marketing Expert । SEO Expert | Digital Marketing Trainer |
PPC Expert | Social Media Specialist | Consultant